ঝিনাইদহে যুবদল সম্পাদকের পিতৃবিয়োগে বিএনপি নেতাদের শোক

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহ জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টুর পিতা শাহাদৎ হোসেন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। মঙ্গলবার সকাল ১১টার দিকে ঝিনাইদহ সদর হাসপাতালে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। সমাজ সেবক মরহুম শাহাদৎ হোসেন ছিলেন হরিনাকুন্ডু উপজেলার ৫নং কাপাশহাটিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। মঙ্গলবার বাদ আসর কাপাশহাটিয়া গ্রামে জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ জানাজা অনুষ্ঠানে শরীক হন। এদিকে মরহুম শাহাদৎ হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক হুইপ ও সংসদ সদস্য মোঃ মসিউর রহমান, জেলা বিএনপির আহবায়ক এড এসএম মশিয়ার রহমান ও সদস্য সচিব এড এম এ মজিদ।