২শ পরিবারে চৌগাছা সংঘের ঈদ উপহার

0

চৌগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের চৌগাছায় এসএসসি ব্যাচ-২০০১ এর সংগঠন চৌগাছা সংঘের উদ্যোগে ২শ পরিবারে ঈদ উপহার সামগ্রী পৌঁছে দেয়া হয়েছে। নিজেদের সাথে গরিব ও অসহায় পরিবারগুলির ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতেই করোনাকালে তাদের এই উদ্যোগ বলে জানিয়েছেন সংঘের সদস্যরা। গতকাল মঙ্গলবার সকাল থেকে উপজেলার বিভিন্ন গ্রামের গরিব ও অসহায় ২শ পরিবারের বাড়িতে গিয়ে এই ঈদ উপহার সামগ্রী পৌঁছে দেয়া হয়। ঈদ উপহার হিসেবে পোলাও চাল, সয়াবিন তেল, চিনি, সেমাই, নুডুলস, প্যাকেট গুড়ো দুধ, পেঁয়াজ, পাঁচমিশালী মশলা দেওয়া হয়েছে। সংঘের এক সদস্য জানান, করোনার এই মহাসংকটকালে কর্ম হারানোসহ দরিদ্র ও অসহায় মানুষের দিন যাপন করাই দুরূহ হয়ে পড়েছে। নিজেদের ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতেই এ ক্ষুদ্র প্রয়াস। তারা বলেন, সংশি¬ষ্ট পরিবারে য় আমাদের সদস্যরা যেয়েই এই উপহার সামগ্রী পৌঁছে দিয়েছে।