চৌগাছার পুড়াপাড়া-মান্দারতলা সড়কে ব্রিজ ভেঙে চলাচলে দূর্ভোগ

0

এমএ রহিম, চৌগাছা (যশোর)॥ যশোরের চৌগাছায় পুড়াপাড়া-মান্দারতলা সড়কের উপর নির্মিত ব্রিজ ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায়, পুড়াপাড়া-মান্দারতলা সড়কের পুড়াপাড়া ও নগরবর্ণী গ্রামের মধ্যবর্তী স্থানে সড়কটিতে থাকা ছোটো ব্রিজটির ভেঙে পড়ে গেছে। ফলে এ এলাকার মানুষের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। ভাঙা অংশটি ক্রমশ বড়ো আকার ধারণ করছে। ঝুঁকি নিয়ে মানুষ হেটে ও বাইসাইকেলে চলাচল করলেও চলতে পারছেনা অন্য কোন যানবাহন। এ এলাকার পুড়াপাড়া, শাহাপুর, নগরবর্ণী, মান্দারতলা, দুর্গাপুর, হাবাসপুর, রসুলপুরসহ আশেপাশের প্রায় ৮/৯ টি গ্রামের মানুষের এটিই একমাত্র চলাচল সড়ক। যা সংযুক্ত হয়েছে পুড়াপাড়া বাজার হয়ে চৌগাছা উপজেলা সদরে। ব্রিজটি ভেঙে পড়ায় এ এলাকার যানবাহন ও পথচারীদের পারাপারে দারুণ ভোগান্তি পোহাতে হচ্ছে। অনেকে হচ্ছেন দুর্ঘটনার শিকার । ভ্যান, পিকআপ সহ হালকা-ভারি যানবাহন যাতায়াত বন্ধ রয়েছে দীর্ঘদিন। সড়কটির পাশেই রয়েছে কাটগড়া বাওড়। একইসাথে সড়কের দুই পাশে প্রায় ১ কিলোমিটার জুড়ে লাগানো রয়েছে সারিবদ্ধ নারিকেল গাছ, যা এখানকার সৌন্দর্য বৃদ্ধি করেছে। প্রতিনিয়ত দূর-দূরান্ত থেকে দর্শনার্থীরা এই সড়কে ঘুরতে আসেন, ছবি প্রেমীরা আসেন সুন্দর মুহূর্তটা ক্যামেরাবন্দী করতে। কিন্তু সড়কের বেহাল দশা ও ব্রিজটি ভেঙে যাওয়াতে ভোগান্তি পোহাতে হচেছ সবাইকে। সুখপুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ তোতা মিয়া বলেন, সড়ক ও ব্রিজটি অনেক বছর আগে এলজিইডি নির্মাণ করেছিলো। ব্রিজটি পুরাতন হয়ে যাওয়াতে কিছু অংশ ভেঙে গেছে। যশোর এলজিইডি বরাবর এ বিষয়ে জানিয়েছি। আপাতত আমি ব্যক্তি উদ্যোগে চলাচল উপযোগী করার জন্য ব্রিজটি সংস্কার করার ব্যবস্থা করবো। উপজেলা প্রকৌশলী মুনছুর রহমান বলেন, আমি খবর পেয়ে লোক পাঠিয়েছিলাম। অফিসসিয়ালভাবে ব্রিজটি পূনঃ নির্মাণের জন্য আবেদন করা হয়েছে। আশা করছি অতিদ্রুত কাজ করতে পারবো।