ঈদেও বৃষ্টির সম্ভবনা : মৌসুমে যশোরে সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড

0

স্টাফ রিপোর্টার ॥ চলতি মৌসুমে যশোরে সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে গতকাল মঙ্গলবার। মাত্র ৪ ঘন্টার ব্যবধানে দুই দফা মোট ২০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এই বৃষ্টির ফলে তাপমাত্রা হ্রাস পেয়ে মানুষের মাঝে স্বস্তি ফিরে পায়। আগামীকাল ঈদ হলে সেদিনও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যশোরে বিমান বাহিনী নিয়ন্ত্রিত আবহাওয়া অফিস থেকে জানা গেছে, মঙ্গলবার বেলা ১১ টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এরমধ্যে দুপুরে ১১ টা ৩০ মিনিট থেকে দুপুর ১ টা পর্যন্ত ৪ মিলিমিটার ও বিকেল ৪ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ১৬ মিলিমিটার বৃষ্টিপাত। এর আগে গত ৪ এপ্রিল যশোরে দুই দফায় মোট ১৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
আবহাওয়া অফিস সূত্রে জানাগেছে, আগামী দু’দিন আরও বৃষ্টিপাত হতে পারে। এ হিসেবে আগামীকাল ঈদ হলে সেদিনও বৃষ্টির সম্ভবনা রয়েছে। এসময় দিনের ও রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে। প্রত্যাশিত বৃষ্টি মানুষসহ প্রাণীকূলের মাঝে স্বস্তি এনে দেয়। এবছর যশোরসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বৈশাখে শুরু থেকে বৃষ্টিহীন যাচ্ছিল। এপ্রিলের মাঝামাঝি সময় থেকে এ অঞ্চলে তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি পর্যন্ত উঠানামা করতে থাকে। এক পর্যায়ে তা বেড়ে ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়ায়। যা এ অঞ্চলের তাপমাত্রার দীঘ ৭ বছরের রেকর্ড ভঙ্গ করে। বৃষ্টির কারণে সেই তাপমাত্রা কমে মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) দীপঙ্কর দাস বলেন, বৃষ্টিপাতে এ অঞ্চলের ফসলের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বরং সবজি চাষের জন্য আশির্বাদ হয়ে দেখা দিয়েছে।