যশোরে ঈদের জামাত কোথায় কখন

0

স্টাফ রিপোর্টার ॥ করোনা মহামারীর কারণে এ বছর পবিত্র ঈদুল ফিতরের জামাত মাঠে হচ্ছে না। সংশ্লিষ্ট মসজিদে এক বা একাধিক জামাত অনুষ্ঠিত হবে। বেশিরভাগ জামাত সকাল ৮টায় শুরু হবে।
যশোর কেন্দ্রীয় ঈদগাহে এবার ঈদ জামাত হচ্ছে না। কালেক্টরেট মসজিদে জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। জেলা প্রশাসনের কর্মকর্তারা এখানে ঈদের নামাজ আদায় করবেন। মঙ্গলবার রাতে এ রিপোর্ট লেখার সময় কারবালা মসজিদে ঈদ জামাতের সময় নির্ধারিত হয়নি। সেখানকার ইমাম মাওলানা আনোয়ারুল করিম জানান, কারবালা মসজিদে দুটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৮টায় হতে পারে। স্টেশন মাদ্রাসায় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। স্টেশন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে দু’বার। প্রথম জামাত সকাল সাড়ে ৭টায় এবং পরবর্তী জামাত অনুষ্ঠিত হবে সাড়ে ৮টায়। মোল্লাপাড়া বাঁশতলা জামে মসজিদে দুটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৮টায় ও দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়।