ঈদ কবে, জানা যাবে আজ

0

লোকসমাজ ডেস্ক॥ ১৪৪২ হিজরি সনের পবিত্র ঈদুল ফিতর কবে তা জানা যাবে আজ বুধবার (১২ মে) সন্ধ‌্যায়। শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা শেষে এ বিষয়ে সিদ্ধান্ত জানাবে সরকার। ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে বুধবার সন্ধ্যা ৭টায় (বাদ মাগরিব) বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে বৈঠক করবে জাতীয় চাঁদ দেখা কমিটি।
বৈঠক থেকে এ বিষয়ে ঘোষণা দেওয়া হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন ধর্মপ্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। দেশের শীর্ষ আলেম ওলামাসহ জাতীয় চাঁদ দেখা কমিটির সদস‌্যরা উপস্থিত থাকবেন। সোমবার (১১ মে) ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন। টেলিফোন নম্বর: ৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭।