চীনের উপহারের ৫ লাখ টিকা আসছে ১২ মে

0

লোকসমাজ ডেস্ক॥ বাংলাদেশকে দেওয়া চীনের উপহারের ৫ লাখ করোনার টিকা ১২ মে পৌঁছাবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত লি ঝিমিং। সোমবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে সিনোফার্মের তৈরি এ টিকা আসছে বলে জানান তিনি। বাংলাদেশ এক সপ্তাহ আগে শুধু সিনোফার্মের টিকার জরুরি ব্যবহারের অনুমতি দিয়েছে জানিয়ে লি ঝিমিং বলেন, চীনের টিকার চাহিদা অনেক দেশের আছে। তাই বাণিজ্যিকভাবে যেটা বাংলাদেশ পেতে চায়, সেই টিকা পেতে সময় লাগবে। তিনি বলেন, চীনের উপহারের টিকার জন্য বাংলাদেশকে ৩ ফেব্রুয়ারি প্রস্তাব দিয়েছিলাম। অথচ এই অনুমোদনের জন্য দীর্ঘ তিন মাস অপেক্ষা করতে হয়েছে। চীনের রাষ্ট্রদূত বলেন, বাণিজ্যিকভাবে টিকা পেতে বাংলাদেশ ৩০ এপ্রিল প্রস্তাব দিয়েছে। বাংলাদেশ আগেই অনুমতি দিলে তবে চীনের টিকা আগে পেত। চীনের টিকা কেনার লম্বা সিরিয়ালে পড়েছে বাংলাদেশ। অগ্রিম টাকা নিয়েও নরেন্দ্র মোদি সরকারের নিষেধাজ্ঞার কারণে ভারতের সেরাম ইনস্টিটিউট বাংলাদেশে টিকা সরবরাহ বন্ধ করে দেয়। বিকল্প উৎস না থাকায় টিকা সংকটে বন্ধ হয়ে দেশের টিকা কার্যক্রম।
সমালোচনার মুখে টিকার বিকল্প উৎসের খোঁজে নামে সরকার। রাশিয়ার স্পুৎনিক-ভি আর চীনের সিনোফার্মের টিকা অনুমোদনের পাশাপাশি যুক্তরাষ্ট্রের কাছেও টিকা চাওয়া হয়।