ঈদের আগে বাড়লো স্বর্ণের দাম

0

লোকসমাজ ডেস্ক॥ ঈদের আগে স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৩৩৩ টাকা বেড়েছে। সোমবার বেলা ১টা থেকে নতুন দর সারা দেশে কার্যকর করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। স্বর্ণের দাম বাড়ার কারণ হিসেবে সমিতি জানিয়েছে, করোনার কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট ও নানা জটিল সমীকরণের কারণে বিশ্ববাজারে সোনার দাম বেড়েছে। অন্যদিকে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকা ও আমদানি পর্যায়ে শুল্ক জটিলতার কারণে ডিলাররা চাহিদার বিপরীতে স্বর্ণ আমদানি করতে পারছে না বলে জানিয়েছেন তারা। নতুন দর কার্যকর হওয়ায় ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের অলংকার কিনতে লাগবে ৭১ হাজার ৪৪২ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট ৬৮ হাজার ২৯৩ টাকা, ১৮ ক্যারেট ৫৯ হাজার ৫৪৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের অলংকারের ভরি বিক্রি হবে ৪৯ হাজার ২২২ টাকায়। এদিকে স্বর্ণের দাম বাড়ালেও রুপার দাম অপরিবর্তিত রেখেছে জুয়েলার্স সমিতি। সর্বশেষ গত ৯ মার্চ প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৪১ টাকা কমিয়েছিল তারা।