ভারতের চাঁদের ব্যাপারে পাকিস্তানি ওপেনারের মিথ্যাচার!

0

লোকসমাজ ডেস্ক॥ ভারতের অনূর্ধ্ব-১৯ দলের তিন সাবেক ক্রিকেটারসহ ভারত-পাকিস্তানের অন্তত ১০০ ক্রিকেটার আমেরিকার ক্রিকেটে নাম লেখাচ্ছেন- এমন কথা জানিয়ে শোরগোল পাকিয়ে দিয়েছিলেন পাকিস্তানের সাবেক ওপেনার সামি আসলাম। কিন্তু এটি ঘিরে এখন শুরু হলো বিতর্ক। সামি আসলামের উল্লেখিত ভারতের তিন সাবেক অনূর্ধ্ব-১৯ ক্রিকেটারের একজন ছিলেন উন্মুক্ত চাঁদ। যার নেতৃত্বে ২০১২ সালের যুব বিশ্বকাপ জিতেছিল ভারত। উন্মুক্ত চাঁদ ছাড়াও হারমিত সিং ও স্মিত প্যাটেলের কথা বলেছিলেন পাকিস্তানি ওপেনার। কিন্তু এই কথা পুরোপুরি উড়িয়ে দিয়েছেন উন্মুক্ত চাঁদ। আমেরিকায় ঠিকই গিয়েছিলেন চাঁদ। তবে সেটি মূলত নিজের আত্মীয়ের সঙ্গে দেখা করতে। আমেরিকার ক্রিকেটে নাম লেখানো বা সেখানে স্থায়ী হওয়ার ব্যাপারে কোনো কথাই হয়নি জানিয়েছেন চাঁদ।
ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেয়া সাক্ষাৎকারে চাঁদ বলেছেন, ‘আমি আমেরিকায় গিয়েছিলাম আত্মীয়ের সঙ্গে দেখা করতে। সেখানে এক-দুই দিন ব্যাট হাতে নিয়েছি, স্রেফ অনুশীলনের জন্যই। আমি ট্রেনিং সেশনে গিয়েছি কারণ আমি সেখানে ছিলাম। কিন্তু আমেরিকার ক্রিকেটে নাম লেখানোর মতো কিছুই হয়নি সেখানে। এটা আমার অবসর যাপনের একটা ট্যুর ছিল।’ এর আগে পাক প্যাশনকে দেয়া সাক্ষাৎকারে সামি বলেছিলেন, ‘সম্প্রতি ৩০-৪০ জন বিদেশি ক্রিকেটার আমেরিকায় পৌঁছেছেন। উন্মুক্ত চাঁদ, স্মিত প্যাটেল এবং হারমিত সিংসহ ভারতের বেশ কয়েকজন সাবেক অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়ও চলে এসেছে। এখানে দক্ষিণ আফ্রিকারও অনেক ক্রিকেটার আছে, যারা নিজ দেশে প্রথম শ্রেণির ক্রিকেটার খেলেছে।’ তিনি আরও যোগ করেন, ‘আমেরিকার ব্যবস্থাপনা এবং অবকাঠামো দুর্দান্ত। দেশটির ক্রিকেট বোর্ড আমেরিকার ক্রিকেট উন্নতির জন্য সত্যিই অনেক কাজ করছে। শীর্ষ পর্যায়ে যেতে তাদের হয়তো সময় লাগবে। তবে দেশটিতে ক্রিকেটের মানের উন্নতি বেশ দ্রুত ঘটছে।’