নড়াইলে দেশীয় অস্ত্র জমা দিলো গ্রামবাসী

0

নড়াইল সংবাদদাতা॥ নড়াইলে দাঙ্গা ও মাদক বিরোধী সমাবেশে দেশীয় অস্ত্র জমা দিয়ে সম্প্রীতির বন্ধন গড়ার ঘোষণা দিয়েছেন হবখালী গ্রামবাসী। শনিবার বিকেলে নড়াইল সদর উপজেলাধীন হবখালি ইউনিয়নের হামিদুন্নেছা মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা পুলিশের হবখালী ইউনিয়নের ৬ নম্বর বিট পুলিশের আয়োজনে সমাবেশে প্রধান অতিথি ছিলেন নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায় । হবখালি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ বাদশা মোল¬ার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর থানার অফিসার ইনচার্জ জনাব ইলিয়াস হোসেন, পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় হবখালি ইউনিয়নের সাধুখালী, ফুলিয়া, হৈধরখোলা, ইলিন্দি, কাগজীপাড়া, সুবুদ্ধিডাঙ্গা ও ভান্ডারীপাড়া গ্রামের লোকজন সকল প্রকার দেশি অস্ত্র ( ঢাল ও সরকি) জমা দিয়ে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হন। সকলে একে অন্যের সাথে কোলাকুলি করে পুরাতন বিবাদ ভুলে শান্তিপূর্ণভাবে বসবাস করবেন বলে জেলা পুলিশের নিকট অঙ্গীকার করেন ।