চৌগাছায় বোরো ধান সংগ্রহের উদ্বোধন করলেন ডা. নাসির উদ্দিন এমপি

0

চৌগাছা (যশোর) সংবাদদাতা ॥ চৌগাছায় বোরো ধান সংগ্রহ শুরু হয়েছে। রবিবার ধান সংগ্রহ উদ্বোধন করেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা.নাসির উদ্দিন। এ উপলক্ষে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম মিয়া, পৌর প্যানেল মেয়র আনিছুর রহমান, যুবলীগ নেতা শরিফুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল কদর, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আশরাফুজ্জামান লিটন, উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, খাদ্য গুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ আহমেদ, মিলার সিরাজুল ইসলাম সিরাজ প্রমুখ। ২০২১ চলতি মৌসুমে উপজেলায় মোট ধান সংগ্রহ করা হবে ২ হাজার ৯৮২ মেট্রিক টন। প্রতি কেজি ধানের দাম ২৭ টাকা। চাল সংগ্রহ করা হবে ১ হাজার ২৬৫ মেট্রিক টন। প্রতি কেজি চালের দাম ৪০ টাকা। ধান সংগ্রহ শুরু ২৮ এপ্রিল থেকে এবং চাল সংগ্রহ শুরু ৭ মে থেকে, শেষ হবে ৩১ আগস্ট।