কুয়াদায় স মিল থেকে জেলা পরিষদের কাঠ জব্দ

0

কুয়াদা (যশোর) সংবাদদাতা॥ গতকাল রবিবার মণিরামপুরের কুয়াদা বাজারের দক্ষিণ মাথায় খালেকের স-মিল থেকে চেরাইকৃত ৫০ হাজার টাকা মূল্যের জেলা পরিষদের কাঠ জব্দ করা হয়েছে। জেলা পরিষদের কর্র্মীরা জানায়, মণিরামপুরের জামজামি গ্রামের মৃত নুর আলী সরদাররে ছেলে ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ও জেলা পরিষদের সার্ভেয়ার আল-আমিন শনিবার বিকালে ১ টি মেহগনি কাঠ স-মিলে রেখে যায়। রবিবারে কাঠটি মিলে চেরাইকৃত অবস্থায় জনগণের হাতে ধরা পড়ে। এ সময় জেলা পরিষদের সার্ভেয়ার এমএ মনজুকে অবহতি করা হলে ঘটনাস্থলে এসে আনুমানিক ১২ সিএফটি চেরাইকৃত কাঠ উদ্ধার করে জেলা পরিষদে নিয়ে যায়। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন, সার্ভেয়ার আল-আমিন’র কাছ থেকে ৯ হাজার টাকায় কাঠটি ক্রয় করি এবং এই কাঠের কোন প্রকার সমস্যা হলে সে দায়ভার বহন করিবে বলে জানান। স মিল মালিক আব্দুল খালেকের কাছে জানতে চাইলে তিনি বলেন, রবিবার সকালে ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ও সার্ভেয়ারের কথামত এ কাঠ আমরা চেরাই করি।