রামনগর ইউপিতে দুস্থদেও মাঝে নগদ অর্থ বিতরণ

0

কুয়াদা (যশোর) সংবাদদাতা॥ যশোর সদরের রামনগর ইউপিতে পবিত্র ঈদ-ঊল-ফিতর উপলক্ষে গরীব, দুস্থ ও অসহায়দের মাঝে ভিজিএফ এর নগদ অর্থ প্রদান করা হয়েছে। রবিবার সকালে ইউপি চত্ত্বরে রামনগর ইউপি চেয়ারম্যান নাজনীন নাহারের সভাপতিত্বে এ নগদ অর্থ প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সচিব মিজানুর রহমান, ইউপি সদস্য জাকির হোসেন, রাশেদ হোসেন, রফিকুল ইসলাম, ইকবাল হোসেন, মোর্শেদ আলী মনু, আব্দুল গফুর প্রমুখ। ইউনিয়নের ১২’শ পরিবারের মাঝে ৪৫০ টাকা হারে আজ সোমবার ও আগামীকাল মঙ্গলবারের মধ্যে বিতরণ করা হবে।