হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর ২৫০ শয্যা হাসপাতালে গতকাল জেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য সভায় সভাপতিত্ব করেন। সভায় করোনা পরিস্থিতি, হাসপাতালে অবৈধ স্থাপনা হাসপাতালের অভ্যন্তরে সাইকেল-মোটরসাইকেল গ্যারেজ ওজন সম্পৃক্ততা সম্পর্কিত আলোচনা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন, পৌর মেয়র হায়দার গণি খান পলাশ, যশোর মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. গোলাম ফারুক, যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, বিএমএ যশোরের সভাপতি ডা. একেএম কামরুল ইসলাম, মেডিসিন ব্যাংক যশোরের কর্মকর্তা শেখ জহিরুল আলম, পৌরসভার মেয়র ১ মোকছিমুল বারী অপু প্রমুখ উপস্থিত ছিলেন।