২শ মাকে ঈদ সামগ্রী দিল জয়তী সোসাইটি

0

মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার মাকে মনে পড়ে। পৃথিবীতে এমনি নানা ছন্দে লিখিত আছে অনেক কবিতা ও গান । ২০০৮ সালের ৮ মার্চ জয়তী সোসাইটি ১১৩ জন দুস্থ, অবহেলিত বৃদ্ধ মাকে নিয়ে শুরু করে এই ৬০ ঊর্ধ্ব নারীসেবা কর্মসূচি। বর্তমানে এই কর্মসূচির মায়ের সংখ্যা ২০০। ‘বৃদ্ধাশ্রম নয়, পরিবারই হোক বয়স্কদের জন্য নিরাপদ আনন্দ আশ্রম।’ এই উদ্দেশ্যকে সামনে নিয়ে সমাজের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহায়তা নিয়ে জয়তী সোসাইটির ৬০ ঊর্ধ্ব নারীসেবা কর্মসূচির বাস্তবায়ন কমিটি এই বয়ষ্ক মায়েদের পাশে দাঁড়ায়। এ বছরও জয়তী সোসাইটি ঈদ উল ফিতর উপলক্ষে রবিবার জয়তী ভবনে ২০০ জন মায়ের মাঝে শাড়ি সেমাই,চিনি, দুধ, সাবান ও মাস্ক প্রদান করা হয়েছে। ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি যশোর পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা হায়দার গনী খান পলাশ বলেন, ‘আমি জয়তী সোসাইটির এই কর্মসূচিতে প্রতিবছর ব্যক্তিগতভাবে নগদ অর্থ প্রদান করে এই মায়েদের সেবায় অংশগ্রহণ করতে চাই।’ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এই কর্মসূচির সহ-সভাপতি হাজী আনিছুর রহমান মুকুল, গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন- অর-রশীদ, দাতা সদস্য ঘোপ জেল রোড যশোর এর নাসরিন শিরিন। বিজ্ঞপ্তি