ঈদের বিশেষ ধারাবাহিকে রেহনুমা

0

লোকসমাজ ডেস্ক॥ঈদের বিশেষ ধারাবাহিক নাটকে অভিনয় করলেন সংবাদ উপস্থাপিকা রেহনুমা। রুহুল আমিন পথিক রচিত ও নাসির উদ্দিন মাসুদ পরিচালিত ঈদের ৭ পর্বের বিশেষ ধারাবাহিক নাটক ‘থ্রি ব্যাচেলর’ এ তাকে দেখা যাবে। ধারাবাহিকটিতে আরও আছেন মারজুক রাসেল, চাষী আলম ও পীযূষ সেন বেনু। নাটকটি এবারের ঈদে একুশে টিভিতে প্রচার হবে। একইসঙ্গে নাটকটি অবমুক্ত হবে এম কে প্রোডাকশনের ইউটিউব চ্যানেলে। প্রসঙ্গত, এর আগে গত বছর ‘ভাড়াটিয়া’ নাটকে এবং মধুমতি ব্যাংকের বিজ্ঞাপনে মডেল হয়ে রেহনুমা প্রশংসিত হন। সে কাজগুলো তাকে দর্শকের কাছে বেশ পরিচিত করে তুলে। এদিকে তিনি আট বছর ধরে সংবাদ উপস্থাপনার সঙ্গে জড়িত।
পেশায় একজন জনসংযোগবিদ ও উচ্চতর শিক্ষায় নিয়োজিত গবেষক তিনি।