মোরেলগঞ্জ বিপণীবিতানগুলোতে উপচে পড়া ভিড় : স্বাস্থবিধি মানছে না কেউ

0

মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা ॥ মোরেলগঞ্জে বিপণীবিতান ও ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পর ক্রেতা ও বিক্রেতারা কেউই স্বাস্থ্যবিধি মানছেন না। ফলে করোনার সংক্রমণের ঝুঁকি দিন দিন বাড়ছে। সরেজমিনে এসব মার্কেট ঘুরে দেখা যায়, সামাজিক দূরত্ব না মেনে দোকানে পাশাপাশি বসে পোশাক কিনছেন সাধারণ ক্রেতারা। পোশাক কিনতে আসা সাধারণ ক্রেতাদের সাথে কথা বলে জানা যায়, দীর্ঘদিন মার্কেট বন্ধ থাকায় প্রয়োজনীয় অনেক কিছুই কিনতে পারেননি তারা। এ কারণে ঈদের মার্কেটে অত্যধিক ঝুঁকি থাকা সত্ত্বেও বাধ্য হয়ে বাজারে এসেছেন নিজের ব্যবহার্য কিছু মালামাল কিনতে। প্রতিদিন সকাল থেকে রাত ৮ টার পরিবর্তে গভীর রাত পর্যন্ত কাপড়ের মার্কেট, জুতা স্যান্ডেল ও কসমেটিকস কিনতে ভিড় করছেন নানা শ্রেণিপেশার মানুষ। বাজার মনিটরিং করতে দেখা যাচ্ছে না কাউকেই। বাজার কমিটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জানান, দীর্ঘদিন বেচাকেনার তেমন সুযোগ না থাকাতে ঈদকে সামনে রেখে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। প্রশাসন মাঠে থাকলে কিছুটা নিয়ন্ত্রণ করা সম্ভব। সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার দেলোয়ার হোসেন বলেন, বার বার বলা সত্ত্বেও ঈদের আগে বাজার নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। বাজার কমিটির সঙ্গে পরামর্শ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।