লোহাগড়ায় হত্যা মামলার বাদী ও সাক্ষীদের ভয় দেখাতে ফাঁকা গুলি

0

লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা ॥ লোহাগড়া উপজেলার ধলাইতলা গ্রামে ফাঁকা গুলিবর্ষণের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে।সূত্র জানায়, ২০১৫ সালে কোটাকোল ইউনিয়নের ধলাইতলা গ্রামের বাসিন্দা রইসুর রহমান বেবী গাজী হত্যাকান্ডের পর ওই গ্রামে প্রকাশ্যেই দুটি গ্রুপের সৃষ্টি হয়ে যায়।  গ্রামের লোকজন অভিযোগ করেন, গত ৩ মে দুপুর ১টার দিকে নিহত রইসুর রহমান বেবী গাজী হত্যা মামলার আসামি শাহিন গাজী ধলাইতলা গ্রামের বাসিন্দা রফিক শেখের ছেলে লিয়াকত শেখের মোবাইল ফোনে কল দিয়ে হত্যা মামলাটি মিটিয়ে ফেলতে বলেন। এরপর ৩ মে বিকেল সাড়ে ৫টার দিকে শাহীন গাজীর নেতৃত্বে কুটি মিয়া গাজী, হাফিজুর গাজীসহ ৮/১০ জন সন্ত্রাসী মোটরসাইকেলে রফিক শেখের বাড়ির পাশে এসে ফাঁকা গুলিবর্ষণ করে চলে যায়। এ ঘটনার পর পুলিশ তহিদুর গাজী, আশরাফ শেখ, জোলো শেখ, সাহা শেখ নামে চারজনকে আটক করে।
অভিযোগ উঠেছে, রইসুর রহমান বেবী গাজী হত্যা মামলাকে প্রভাবিত করতেই পরিকল্পিতভাবে গুলিবর্ষণের ঘটনা ঘটানো হয়েছে। সন্ত্রাসীরা এলাকায় ত্রাস সৃষ্টি করে হত্যা মামলার বাদী ও সাক্ষীদের ভীতি প্রদর্শন করছে। অভিযুক্ত শাহীন গাজী অভিযোগ অস্বীকার করে বলেন, আমি শারীরিকভাবে অক্ষম মানুষ। হাঁটাচলা করতে পারি না। এ ছাড়াও আমি কয়েক বছর হলো গ্রাম থেকে শহরে চলে এসেছি। প্রতিপক্ষরা আমাদের হয়রানি করতে মিথ্যা অভিযোগ দিচ্ছে। অভিযুক্ত অন্য দুইজন অভিযোগ অস্বীকার করে বলেন গুলিবর্ষণের কোনো ঘটনা ঘটেনি। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান বলেন, তদন্ত চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গ্রামের সাধারণ মানুষ নিরপক্ষে তদন্ত দাবি করেছেন।