খাজুরায় স্বাস্থ্যবিধি না মানায় দুই দোকান বন্ধ

0

খাজুরা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের খাজুরা বাজারে স্বাস্থবিধি না মেনে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার দায়ে শনিবার দুই দোকান বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া মাস্ক পরিধান না করায় ৩০ জনকে শাস্তি দেওয়া হয়। এ সময় বাজারে অর্ধ শতাধিক লোকজনের মাঝে মাস্ক বিতরণ করা হয়। অভিযানের নেতৃত্ব দেন বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আফরোজ। তিনি জানান, করোনা সংক্রমণ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি পরিপালন ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে খাজুরা বাজারে বিপণিবিতানে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় স্বাস্থ্যবিধি না মেনে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার দায়ে বোখারী মোবাইল পয়েন্ট ও রাজু স্টোরকে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। রবিবার থেকে ব্যবসা প্রতিষ্ঠান দুটি খুলতে পারবে। এছাড়া মাস্কবিহীন প্রায় ৩০ জনকে শাস্তি প্রদান করা হয়। অভিযান চলাকালে শিশু ও বয়স্কদের মাঝে অর্ধ শতাধিক মাস্ক বিতরণ করা হয়।