চৌগাছায় দুটি ইউনিয়নে প্রধানমন্ত্রীর ঈদ উপহার

0

চৌগাছা (যশোর) সংবাদদাতা ॥ চৌগাছা উপজেলার স্বরূপদাহ ও সুখপুকুরিয়া ইউনিয়ন পরিষদে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে দেওয়া ভিজিএফ এর টাকা প্রদান করা হয়েছে। শনিবার চৌগাছা উপজেলা নির্বাহী অফিসার প্রকৌশলী এনামুল হক স্বরূপদাহ ইউনিয়ন পরিষদে এই টাকা প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বরূপদহ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শেখ আনোয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য নূরুল ইসলাম, আব্দুল মান্নান, জাকির হোসেন, রহিমা খাতুন, ফখরুল ইসলাম, গাজী কামাল হোসেন, শাহাজালাল, শিমুল হোসেন প্রমুখ। এদিকে সুখপুকুরিয়া ইউনিয়ন পরিষদে টাকা প্রদান করেন ইউপি চেয়ারম্যান তোতা মিয়া। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়নের ট্যাগ অফিসার উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সঞ্জয় ঘোষাল, ইউপি সচিব ফরহাদ হোসেন, ইউপি সদস্য আজিজুর রহমান, আমিনুর রহমান প্রমুখ। শনিবার স্বরূপদাহ ইউনিয়নের ৫ হাজার ৭০২ জন এবং সুখপুকুরিয়া ইউনিয়নের ৬ হাজার ৫৫ ব্যক্তিকে এই টাকা প্রদান করা হয়। ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ তালিকাভুক্ত প্রত্যেককে ৪৫০ টাকা হারে টাকা দেওয়া হয়েছে।