যশোরে ডোপ টেস্ট করে চার গাঁজাসেবনকারীর বিরুদ্ধে মামলা

0

স্টাফ রিপোর্টার॥ যশোর চার গাঁজাসেবনকারীর ডোপ টেস্ট করিয়ে মামলা দেয়া হয়েছে। শনিবার সকালে ওই চারজনকে যশোর শহরতলীর পুলেরহাট এলাকা থেকে আটক করা হয়। আটককৃতরা হলো, শহরতলীর মন্ডলগাতী গ্রামের আব্দুল জলিল খানের ছেলে সুজন খান (২৪), আকিজ পাম্পের পেছনের রফিকুল ইসলাম লিটনের ছেলে নয়ন হোসেন (২২), চাঁচড়া শ্রমিক ভবনের পেছনের জাহিদ হাসানের ছেলে ফরহাদ হোসেন নাহিদ (১৯) এবং চাঁচড়া রায়পাড়া ইসমাইল কলোনীর আব্দুল করিমের ছেলে মেহেদী হাসান সেতু (২০)।
কোতয়ালি থানার এসআই হারুন অর রশিদ জানিয়েছেন, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে পুলেরহাট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বসে কয়েক যুবক মাদক দ্রব্য সেবন করছে এমন সংবাদ পেয়ে কোতয়ালি থানার একটি টিম সেখানে গিয়ে তাদের আটক করে। আটকের সময় তাদের চেহারা, আচার আচরণ, শারীরিক অবস্থা দেখে মনে হয়েছে যুবকরা নেশায় আচ্ছন্ন। তাদেরকে জিজ্ঞাসা করা হলে তারা প্রথমে অস্বীকার করে। তাদের থানায় নেয়া হয়। পরে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে তাদের পাঠিয়ে ডোপটেস্ট করার সিদ্ধান্ত দেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। হাসপাতালে নিয়ে গিয়ে তাদের মুত্র (প্র¯্রাব) পরীক্ষা করে মাদকেরর অস্তিত্ব যাওয়া যায়। পরে তারা গাঁজা সেবনের কথা স্বীকার করে। এই ঘটনায় চারজনকে আসামি করে কোতয়ালি থানায় মাদক সেবনের অপরাধে মামলা হয়েছে।