অসুস্থ হয়ে হাসপাতালে তোফায়েল আহমেদ

0

লোকসমাজ ডেস্ক॥ অসুস্থ হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন প্রবীণ আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ। গতকাল শনিবার সকাল ৮টার দিকে সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম তার ভেরিফায়েড ফেইসবুক পেজে এ কথা জানান। তিনি লিখেন, ‘বঙ্গবন্ধুর স্নেহভাজন, সাবেক ছাত্রনেতা, কিংবদন্তি রাজনীতিবিদ জনাব তোফায়েল আহমেদ অসুস্থ হয়ে স্কয়ার হাসপাতালে ভর্তি আছেন। আল্লাহর কাছে তোফায়েল ভাই এর সুস্থতা কামনা করছি।’
মুক্তিযুদ্ধের এই সংগঠক বিভিন্ন সময় বাণিজ্য, শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ৭৮ বছর বয়সী এই নেতা।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১০ জানুয়ারি দেশে ফিরে প্রধানমন্ত্রী হওয়ার পর ১৪ জানুয়ারি প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হিসেবে নিয়োগ পান তোফায়েল আহমেদ। তোফায়েল আহমেদ ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি রেসকোর্স ময়দানে ১০ লাখ মানুষের সমাবেশে শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করেছিলেন।