শিরোমনি কেডিএ মার্কেটে জাল টাকাসহ আটক ১

0

ফুলবাড়ীগেট (খুলনা) সংবাদদাতা॥ নগরীর খানজাহান আলী থানধীন শিরোমনি কেডিএ মার্কেটের ম্যাচিং কর্ণার –নামক একটি কাপড়ের দোকান থেকে জাল টাকাসহ একজনকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তি বাগেরহাটের কচুয়ার মাদারতলা গ্রামের মকছুদ আলীর পুত্র সাইদ (৪০)। স্থানীয় ব্যবসায়ীরা তাকে আটক করে পুলিশে দিয়েছে। দোকানের মালিক ইতি জানান কিছুদিন আগে একই ব্যক্তি তার দোকান থেকে পণ্য ক্রয় করে এক হাজার টাকার জাল নোট দিয়ে যায়। গতকাল শনিবার দুপুরের দিকে ওড়নার কাপড় ক্রয় কিনে ১ হাজার টাকার নোট দিলে সেটা জাল দেখে পুলিশকে খবর দেই, পুলিশ তার কাছ থেকে ২ টি ১ হাজার টাকার জাল নোট উদ্ধার করে থানায় নিয়ে যায়। খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ প্রবীর কুমার বিশ্বাস জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে ।