কোন বহুতল ভবনে নেই পার্কিং ব্যবস্থা: ব্যস্ততম মুজিব সড়কে গাড়ি রেখে কেনাকাটা : যানজটে নাকাল মানুষ

0

মাসুদ রানা বাবু ॥ যশোর শহরের অন্যতম ব্যস্ততম মুজিব সড়কের পাশে অভিজাত শপিংমলের সামনে গাড়ি পার্কিংয়ের কারণে যানজট সৃষ্টি হচ্ছে। শপিং মলের সামনে কোন প্রকার পার্কিং ব্যবস্থা না থাকায় এ সমস্যার সৃষ্টি হচ্ছে। শহরের দড়াটানা থেকে শুরু হওয়া সড়কটি রেলগেট পার হয়ে রাজা বরদাকান্ত সড়কের সাথে মিশে গেছে। যেটি চাঁচড়া চেকপোস্ট থেকে যশোর-বেনাপোল সড়কের সাথে সংযুক্ত হয়েছে। এটি যশোর শহরের এতটাই ব্যস্ততম যে, শহরের বিরাট একটি অংশের মানুষ এ সড়কে চলাচল করে। এছাড়া সদর উপজেলা, মনিরামপুর, ঝিকরগাছা, শার্শা উপজেলার জনসাধারণ এই সড়ক ব্যবহার করে শহরে আসা-যাওয়া করেন। দিনের বেলায় সড়কে ছোট ও মাঝারি যানবাহনও চলাচল করে। সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ত থাকে সড়কটি। জেলা শিক্ষা অফিস থেকে পঙ্গু হাসপাতাল পর্যন্ত সড়কের দুই পাশে গড়ে উঠেছে অসংখ্য বাণিজ্যিক প্রতিষ্ঠান। যার প্রায় সবকটি অভিজাত শ্রেণির। আড়ং, অঞ্জনস, হজি, সেইলর, ব্যাপ, রূপকথা, রংফ্যাশন ব্যাংক, ধারা, সৃষ্টি হস্ত শিল্প, ফ্যাশান হাউজি, কাশবন, ইলিভেন্ট, রেমন্ড, তাড়ৎ, চরকাসহ আকর্ষণীয় নামে গড়ে উঠেছে এসব প্রতিষ্ঠান। যে সব ভবনে এসব অভিজাত শপিংমল স্থাপিত তার প্রায় সবকটিই কোন পার্কিং ব্যবস্থা নেই। যে কারণে সরকারি রাস্তার ওপর যানবাহন রেখেই ক্রেতা সাধারণকে শপিংমলে যেতে হয়। এখন চলছে আদের কেনাকাটা। শপিংমলগুলো যশোর শহরের সবচেয়ে অভিজাত হওয়ায় সেখানে উচ্চবিত্ত শ্রেণির ক্রেতাদের পদচারণা বেড়েছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে শপিং মলের সামনে রাস্তার ওপর ক্রেতাদের রাখা গাড়ির দীর্ঘ লাইন। বিশেষ করে শিক্ষা অফিসের সামনে বহুতল ভবনে অবস্থিত অঞ্জনস, আড়ং শপিং মলে কেনাকাটা করতে যাওয়া মানুষের গাড়ি দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে। একই অবস্থা আরেকটি বহুতল ভবনে অবস্থিত, ইজি ও সেইলর শপিংমল। এই ভবনটির বিপরীতে অবস্থিত রূপকথা, রংফ্যাশন ব্যাংক, ধারা, সৃষ্টি হস্ত শিল্প ফ্যাশন হাউজ, ইলিভেন্টসহ অন্যান্য শপিংমলের সামনেও মোটরসাইকেল, প্রাইভেটকারের দীর্ঘ লাইন। কেনাকাটার জন্যে আসা লোকজন এভাবে সড়কের ওপর গড়ি রেখে ভেতরে ঢুকছেন। এর বাইরে পঙ্গু হাসপাতালসহ অন্যান্য ভবনের কারণেও যানজট সৃষ্টি হচ্ছে। মাঝখানে ডিভাইডার এবং দুইপাশ দিয়ে নির্মাণ করা হয়েছে পৌরসভার ড্রেন। ড্রেনের সাথে গড়ে তোলা হয়েছে এই সব ভবন। স্বয়ং পৌরসভার একটি দায়িত্বশীল সূত্র জানান, ভবনসমূহ পৌরসভার নিয়ম না মেনেই নির্মাণ করা হয়েছে। নিয়মবহির্ভূতভাবে গড়ে তোলা ভবনের সামনে পার্কিং-এর জন্যে যে জায়গা প্রয়োজন তা রাখা হয়নি। এই কারণে সড়কে অতিমাত্রায় যানজট সৃষ্টি হচ্ছে।