মোবাইল ইন্টারনেটের গ্রাহক বৃদ্ধিতে গতি

0

লোকসমাজ ডেস্ক॥করোনাকালের কয়েকমাসে দেশে মোবাইল ইন্টারনেটের গ্রাহক কম ছিল। মার্চে আবার গ্রাহক বৃদ্ধিতে গতি ফিরেছে। বিটিআরসি’র প্রতিবেদন বলছে, এক মাসের ব্যবধানে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে ৩৪ লাখ ২৫ হাজার।বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন- বিটিআরসি’র তথ্যমতে, ২০২১ সালের মার্চে মোবাইল ইন্টারনেট গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ১১ কোটি ৬১ লাখ ৪০ হাজারে।
প্রতিবেদনের তথ্যমতে, ফেব্রুয়ারিতে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল ১১ কোটি ২৭ লাখ ১৫ হাজার। এক মাসের ব্যবধানে ইন্টারনেট ব্যবহারকারী বেড়েছে ৩৪ লাখ ২৫ হাজার। এর মধ্যে মোবাইলে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১০ কোটি ৬৩ লাখ ৩০ হাজার।
এর আগে ফেব্রুয়ারিতে মোবাইল ইন্টারনেটের গ্রাহক বৃদ্ধিতে ধস ছিল। বছরের শুরুতে জানুয়ারিতে এক মাসে ৮ লাখ ৩৮ হাজার ইন্টারনেট গ্রাহক এসে বেশ গতিতেই বছর শুরু হলেও ফেব্রুয়ারিতে মাত্র ২ হাজার গ্রাহক পায় মোবাইল অপারেটরগুলো।
২০২০ সালের ডিসেম্বরে দেশে মোবাইল ইন্টারনেটের গ্রাহক সংখ্যা ছিল ১০ কোটি ২৩ লাখ ৫৩ হাজার।