শেখহাটিতে ব্যবসায়ীকে কুপিয়ে জখমের ঘটনায় মামলা, আসামি ৮

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরতলীর শেখহাটিতে দুই লাখ টাকা চাঁদার দাবিতে স্কেভটর ব্যবসায়ী টিপু সরদারকে (২৬) কুপিয়ে জখমের ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। বুধবার আহত টিপু সরদারের শাশুড়ি সাহিদা সুলতানা ৮ জনকে আসামি করে এ মামলা করেন। আসামিরা হলেন, ছোট শেখহাটি গ্রামের কাশেম মোল্লার চার ছেলে তরিকুল ইসলাম (৪০), শরিফুল ইসলাম (৩৫), জালাল মোল্লা (৪৫) ও জহুরুল ইসলাম (৪২), জালাল মোল্লার ছেলে জাফর (২৫), ইসলামের ছেলে রাব্বি (২৫), মোবারক হোসেনের ছেলে মাইমুন (৩০) এবং বড় শেখহাটি গ্রামের সরোয়ারের ছেলে রিপন (৪০)।
সাহিদা সুলতানার অভিযোগ, তার জামাই টিপু স্কেভেটর দিয়ে মাটি সরানো এবং মাটি কাটা ব্যবসা করে জীবিকা নির্বাহ করেন। আসামিরা বেশ কিছুদিন ধরে তার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে আসছেন। কিন্তু টিপু টাকা দিতে রাজি না হওয়ায় তারা তার মাটি কাটার ব্যবসা বন্ধসহ ক্ষতি করার হুমকি দেন। গত মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে টিপু বাড়ির সামনে পুকুরপাড়ে দাঁড়িয়ে ছিলেন। তখন আসামিরা দা, বাঁশের লাঠি, লোহারা রড নিয়ে তার ওপর হামলা চালান। তাকে পিটিয়ে এবং কুপিয়ে জখম করেন। পরে পকেটে থাকা ব্যবসার ১ লাখ ৭০ হাজার টাকা কেড়ে নেন তারা। এ সময় চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা তাকে হত্যার হুমকি দিয়ে চলে যান। পরে টিপুকে গুরুতর জখম অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার অবস্থা আশাংকাজনক।