পুরাতন কসবায় চুরি করতে গিয়ে চোর আটক

0

স্টাফ রিপোর্টার॥ যশোর শহরের পুরাতন কসবা গোলামপট্টিতে ভেন্টিলেটর ভেঙে ঘরের ভেতর ঢুকে সোনার গহনা চুরির সময় হাতেনাতে আটক হয়েছে আশিকুর রহমান বাপ্পি (২১) নামে এক চোর। এ সময় মানিক (২২) নামে তার এক সহযোগী পালিয়ে যায়। বুধবার ভোরে এ ঘটনা ঘটে।  আটক আশিকুর রহমান বাপ্পি শহরের বেজপাড়া করবস্থান মোড় এলাকার মান্নান মিয়ার বাড়ির ভাড়াটিয়া বাবু মোল্লার ছেলে। তার সহযোগী মানিক বেজপাড়া আনসার ক্যাম্পের পেছনের ফরিদের বাড়ির ভাড়াটিয়া মজিবুর রহমানের ছেলে।
পুরাতন কসবা গোলামপট্টির সালাহউদ্দিন নয়নের বাড়ির ভাড়াটিয়া কামাল উদ্দিনের স্ত্রী তাসলিমা বেগমের (৪৮) অভিযোগ, তিনি সালাহউদ্দিন নয়নের বাড়িতে কেয়ারটেকার হিসেবে কাজ করে থাকেন। দোতলার ওই বাড়িতে মালিক থাকেন না। এজন্য তিনি নিজে দেখভাল করেন। বুধবার ভোররাতে তিনি হঠাৎ শব্দ শুনতে পান। এ সময় দোতলা থেকে নিচতলায় নেমে বাড়ির অন্য ভাড়াটিয়াদের সাথে নিয়ে দেখতে পান, বাড়ির পেছনের ভেন্টিলেটর ভাঙা। সাথে সাথে পুলিশকে খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ এসে বাড়ির ভেতর তল্লাশি চালিয়ে বাপ্পিকে আটক করে। জিজ্ঞাসাবাদে এ সময় বাপ্পি জানায়, সে ও তার সহযোগী দুইজনে ভেন্টিলেটর ভেঙে বাড়ির ভেতর ঢোকে। এরপর তারা আলমারি ভেঙে নগদ ৭০ হাজার টাকা এবং ৩ ভরি সোনার অলংকার নিয়ে চুরি করে। পলাতক মানিক ওই গহনা নিয়ে গেছে বলে বাপ্পি পুলিশকে জানায়।
পুলিশ জানায়, এ ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে।