২২ করোনা রোগীর প্রাণ বাঁচালেন সোনুু

0

লোকসমাজ ডেস্ক॥রাতে জরুরি ফোন পেয়ে দ্রুত অক্সিজেনের ব্যবস্থা করে ২২ জন করোনা রোগীর প্রাণ বাঁচালেন অভিনেতা সোনু সুদ ও তার টিম। ব্যাঙ্গালোরের আরাক হাসপাতালের অক্সিজেন ঘাটতি মেটাতে সোমবার সারা রাতে সমস্ত বন্দোবস্ত করেছে সোনুর টিম। মঙ্গলবার সোনু সুদের দাতব্য সংস্থার কাছে একটি ফোন আসে। ফোনের ওপারে থাকা ইন্সপেক্টর জানান আরাক হাসপাতালের অক্সিজেন সঙ্কটের কথা। ইতিমধ্যেই ঐ হাসপাতালে ২ জন মারা গিয়েছেন অক্সিজেনের অভাবে। ফোন পেয়েই দ্রুত ব্যবস্থা নেয় সোনু সুদের টিম। কয়েক ঘণ্টার মধ্যেই আরও ১৫টি অক্সিজেন সিলিন্ডার জোগাড় করেন তারা। ফলে প্রাণ বাঁচে কমপক্ষে ২২ জন করোনা আক্রান্তের।
অভিনেতা জানান, এই সংকটে দেশবাসীর পাশে দাঁড়াতে আমরা বদ্ধপরিকর। ফোন পাওয়া মাত্রই সময় নষ্ট না করে আমরা প্রথমে সমস্যা যাচাই করি। এরপর সারা রাত অন্য কোনো কথা না ভেবে আমরা শুধু হাসপাতালটিকে যে করেই হোক অক্সিজেন দেওয়ার চেষ্টায় লেগে পড়ি। আর একটুও যদি দেরি হত তাহলে বহু পরিবার তাদের প্রিয়জনকে হারাতেন। তিনি আরও বলেন, রাতারাতি যারা আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের সকলকে আমার ধন্যবাদ জানাই। সোনু সুদের টিমের সঙ্গে এগিয়ে আসেন পুলিশও। রোগীকে অন্য হাসপাতালে স্থানান্তর করার সময় অ্যাম্বুলেন্স মেলেনি। পুলিশ তাদের গাড়ি করে পৌঁছে দেন।