যশোরে মোটরসাইকেল চোরচক্রের ৩ সদস্যের রিমান্ড মঞ্জুর

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে ডিবি পুলিশের হাতে আটক মোটরসাইকেল চোরচক্রের ৩ সদস্যের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার শুনানি শেষে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সাইফুদ্দীন হোসাইন তাদের একদিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই ফজলে রাব্বী মোল্লা আদালতে তাদের ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়েছিলেন।
চক্রের সদস্যরা হলেন, যশোরের কেশবপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের মৃত হেরমত আলীর ছেলে মোশারফ হোসেন বাবু, সাতক্ষীরা তালা উপজেলার তেরছি গ্রামের মৃত রাজ্জাক মোড়লের ছেলে আব্দুল হামিদ মোড়ল ও আলাদিপুর গ্রামের ফজলু শেখের ছেলে মহসিন শেখ। ডবি পুলিশ সূত্র জানায়, গত ২৮ এপ্রিল তারা যশোর, কেশবপুর ও সাতক্ষীরার তালায় আলাদা অভিযান চালিয়ে মোটরসাইকেল চোরচক্রের ৭ সদস্যকে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে তিনটি চোরাই মোটরসাইকেল ও ৭টি মাস্টার কি (চাবি) উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই ইদ্রিসুর রহমান যশোর কোতয়ালি থানায় একটি মামলা করেন। পরে তদন্ত কর্মকর্তা আটক চক্রের সদস্যদের আদালতে সোপর্দ করেন। এর মধ্যে উল্লিখিত ৩ জনের আদালতে ৭ দিনের রিমান্ডের আবেদন জানানো হলে বিচারক তাদের একদিনের রিমান্ড মঞ্জুর করেন।