যশোরে চোরাই ট্রাক বিকিকিনি চক্রের ৬ সদস্যের রিমান্ড মঞ্জুর

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে পুলিশের হাতে আটক চোরাই ট্রাক বিকিকিনি চক্রের ৬ সদস্যের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার এ সংক্রান্ত আবেদনের শুনানি শেষে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সাইফুদ্দীন হোসাইন তাদের প্রত্যেকের একদিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালি থানা পুলিশের ইনসপেক্টর (অপারেশনস) আদালতে তাদের ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়েছিলেন।
চোরাই ট্রাক বিকিকিনি চক্রের সদস্যরা হলেন, যশোর শহরের বকচর হুশতলা এলাকার আইয়ুব আলীর ছেলে ফারুক শেখ (৪০), মৃত জাহাঙ্গীর শেখের ছেলে মিঠু শেখ (৩৭), শহরতলীর ঝুমঝুমপুর সীতারামপুর এলাকার আব্দুল কাদেরের ছেলে মারুফ হোসেন (১৯), শহরের নীলগঞ্জ তাঁতিপাড়ার মৃত নূর মোহাম্মদের ছেলে গোলাম মোহাম্মদ (৫৭), বকচর হুশতলা এলাকার আবুল হোসেনের ছেলে জুয়েল শেখ (৩০) ও গোপালগঞ্জ সদর উপজেলার পূর্ব আড়পাড়া এলাকার শহিদ খানের ছেলে বর্তমানে যশোর শহরের বকচর হুশতলায় শ্বশুর আবুল হোসেনের বাড়িতে বসবাসকারী জুয়েল খাঁন (৩৭)। পুুলিশ জানায়, গত ২ মে বিকেলে যশোর-খুলনা মহাসড়কের বকচরে অভিযান চালিয়ে চোরাই চারটি ট্রাক ও ট্রাকের দুটি চেসিস উদ্ধার করা হয়। এ সময় চোরাই ট্রাক বিকিকিনি চক্রের উল্লিখিত ৬ সদস্যকে আটক করা হয়। স্থানীয় একটি সূত্র জানায়, বকচরে দীর্ঘদিন ধরে চোরাই ট্রাক বিকিকিনি চলে আসছে। সেখানে চোরাই ট্রাকের বডি ও চেসিস পরিবর্তন করা হয়। এছাড়া চোরাই ট্রাক কেটে খ-িত অংশ বিক্রিও হয়। স্থানীয় একজন রাজনৈতিক নেতা ও কয়েকজন পরিবহন শ্রমিক নেতা এই চক্রকে লালন করেন বলেও অভিযোগ রয়েছে। কয়েক বছর আগে এদের একজনকে ঢাকার ডিবি পুলিশ চোরাই ট্রাক বিকিকিনির অভিযোগে ধরে নিয়ে গিয়েছিলো। সূত্র জানায়, আটক চক্রের সদস্যদের পুলিশ রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হলে তাদের কাছ থেকে আশ্রয়দাতা ও সুবিধা নেয়া ব্যক্তিদের নাম জানা যেতে পারে।