শ্যালকের বাড়িতে বোমা হামলা, ভগ্নিপতি আটক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে পারিবারিক দ্বন্দ্বে স্ত্রীকে মারধরে ব্যর্থ হয়ে শ্যালকের বাড়িতে বোমা হামলা চালানোর অভিযোগ উঠেছে মোস্তাক আহমেদ পাপ্পু (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। গত সোমবার সকালে সদর উপজেলার রামনগর বিহারী কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে পরে আটক করেছে। রামনগর বিহারী কলোনির শওকত আলীর ছেলে মুরাদ হোসেনের অভিযোগ, ১৭/১৮ বছর আগে একই এলাকার মোতালেব হোসেন দুলালের ছেলে মোস্তাক আহমেদ পাপ্পুর সাথে তার বোন আফসানা পারভীনের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের তিনটি মেয়ে সন্তান রয়েছে। কিন্তু তার ভগ্নিপতি মোস্তাক আহমেদ পাপ্পু তার বোনের অমতে আরো দুটি বিয়ে করেছেন। এ বিষয়টি নিয়ে তাদের সংসারে অশান্তি লেগেই থাকতো। এ কারণে তার বোনকে প্রায় শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন ভগ্নিপতি। এরই এক পর্যায়ে বোন আফসানা পারভীন তাদের বাড়িতে চলে আসেন। গত সোমবার সকাল আটটার দিকে ভগ্নিপতি মোস্তাক আহমেদ পাপ্পু কয়েকজন সহযোগীসহ তার বাড়িতে যান। ভগ্নিপতি এ সময় তার বোনকে মারধরের চেষ্টা করলে মুরাদ হোসেনসহ পরিবারের লোকজন বাধা প্রদান করেন। এতে ক্ষিপ্ত হয়ে মোস্তাক আহমেদ পাপ্পু বাড়ির সকলকে মেরে ফেলার জন্য হুমকি দেন এবং একটি বোমা নিক্ষেপ করলে সেটি বাড়ির গেটের সামনে গিয়ে পড়ে। তবে বোমাটি বিস্ফোরিত হয়নি। চিৎকার চেঁচামেচি শুনে আশেপাশের লোকজন ছুটে এলে মোস্তাক আহমেদ পাপ্পু পালিয়ে যান। পুলিশ জানায়, অবিস্ফোরিত বোমাটি উদ্ধার করা হয়েছে। এছাড়া উল্লিখিত ঘটনায় মুরাদ হোসেন কোতয়ালি থানায় মামলা করলে রাতে অভিযান চালিয়ে আসামি মোস্তাক আহমেদ পাপ্পুকে আটক করা হয়। মঙ্গলবার আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।