শৈলকুাপায় ডায়রিয়া আক্রান্ত রোগী বাড়ছে দিন দিন

0

মফিজুল ইসলাম শৈলকুপা ( ঝিনাইদহ) ॥ শৈলকুাপায় ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। এ রোগে আক্রান্ত হয়ে গত ১৫ দিনে অন্তত ১৫০ জন রোগী শৈলকুপা উপজেলা হাসপাতালে ভর্তি হয়েছে । সূত্র মতে,গত ৬/৭ মাস বৃষ্টি না হওয়ায় প্রচণ্ড গরমের কারণে এপ্রিল মাস থেকে থেকে হঠাৎ করেই ডায়রিয়ার প্রকোপ শুরু হয়। পরে এ রোগের তীব্রতা বেড়ে যায়। ডায়রিয়া ওয়ার্ডে স্থান সংকুলান না হওয়ায় রোগীদের অনেক সময় হাসপাতাল করিডোরের মেঝেতে রাখতে হচ্ছে। এ অবস্থায় চিকিৎসা দিতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে হাসপাতালেল নার্স, চিকিৎসক এবং কর্মচারীদের। কয়েকজন অভিভাবক জানান, তাদের সন্তানদের হঠাৎ করে ডায়রিয়া শুরু হয় । বাধ্য হয়ে হাসপাতালে ভর্তি করেছেন তারা । এব্যাপারে বসন্তপুর গ্রাম থেকে আসা ডায়রিয়া রোগী ইয়াসিন আরাফতের(৫) বাবা মাসুদ আহাম্মেদ জানান , তার সন্তানের একনাগাড়ে পাতলা পায়খানা হচ্ছিল এ কারণে হাসপাতালে ভর্তি করেছি। কাতলা গাড়ীর গ্রামের অকলিমা খাতুন জানান, তার শিশুর হঠাৎ করেই ঠাণ্ডা ও পাতলা পায়খানা শুরু হয় পরে তারা হাসপাতালে ভর্তি করেন। তাদের মতো অনেকে শিশুকে হাসপাতালে ভর্তি করিয়েছে। এব্যাপারে শৈলকুপা উপজেলা হাসপাতালের কর্মকর্তা ডা রাশেদ আল মামুন জানান, প্রচণ্ড গরমের কারণে হাসপাতালে প্রতিদিন ১০ থেকে ১৫ জন ডায়রিয়া রোগী ভর্তি হচ্ছে তবে এদের মধ্যে শিশু রোগী বেশি। গত ১৫দিনে ১৫০ জন ডারিয়া রোগী ভর্তি হয়েছে। প্রতি নিয়ত শিশু রোগীর সংখ্যা বাড়ছে। তিনি জানান, এ সময় শিশুদের একটু যতেœ রাখতে হবে।