ফুলতলায় পানি উত্তোলনের প্রতিবাদে ভার্চ্যুয়াল সভা

0

ফুলতলা (খুলনা) অফিস॥ খুলনা ওয়াশা কর্তৃক ফুলতলা থেকে ভূগর্ভস্থ পানি ২৫টি বুস্টার পাম্পের মাধ্যমে উত্তোলন ও পাইপ যোগে ২০ কিলোমিটার দূরে খুলনা শহরে টেনে নেওয়ার প্রতিবাদে ফুলতলা উপজেলা পানি ও পরিবেশ রক্ষা কমিটির উদ্যোগে মঙ্গলবার বেলা ১১টায় বেলার সাথে এক ভার্চ্যুয়াল সভা অনুষ্ঠিত হয়। বেলার পক্ষে অংশনেন হেড অব প্রোগ্রাম খোরশেদ আলম, খুলনার বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল, গবেষণা সমন্বয়কারী রেহমুনা নুরাইন নুপুর, আইনজীবী অ্যাড. জাকিয়া সুলতানা প্রমুখ । এ সময় ফুলতলা উপজেলা পানি ও পরিবেশ রক্ষা কমিটির পক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ শেখ আকরাম হোসেন, কমিটির আহবায়ক ও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির জেলা সম্পাদক কম. আনছার আলী মোল্যা, আওয়ামীলীগের উপজেলা সাধারণ সম্পাদক ও কমিটির সদস্য সচিব সরদার শাহাবুদ্দিন জিপ্পী, ওয়ার্কার্স পার্টির থানা সভাপতি সন্দিপন রায়, প্রেসক্লাব ফুলতলা সভাপতি তাপস কুমার বিশ্বাস, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকনসহ সংশি¬ষ্টরা। সূত্র মতে, ওয়াসা প্রকল্প অনুযায়ী খুলনায় প্রতিদিন ১ কোটি গ্যালন পানি ফুলতলা থেকে উত্তোলন করা হলে সংশি¬ষ্ট এলাকার পানির স্তর ধীরে ধীরে নিচে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং অগভীর নলকূপ থেকে পানি পাওয়া যাবে না বলে মনে করেন এলঅকাবাসী। এই প্রকল্প চালু হলে ক্ষতিগ্রস্থ হবে এই অঞ্চলের নার্সারি, মৎস্য খামার, চিংড়ি ঘের, ধানসহ বিভিন্ন ফসলের আবাদ।