গরু চুরিতে অতিষ্ঠ পঞ্চকরণ গ্রামবাসী

0

মোরেলগঞ্জ (বাগেরহাট)সংবাদদাতা॥ বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পূর্ব পঞ্চকরণ গ্রামের মানুষ গরু চুরির যন্ত্রনায় অতিষ্ঠ। গরু পালনেও আগ্রহ হারাচ্ছেন তারা। গত এক বছরে ২৭ টি গরু এবং দেড় বছরে ৩৬টি গরু চুরির ঘটনা এখানে ঘটেছে। ভুক্তভোগীদের অভিযোগ, নদীতে টহল না থাকায় এবং পাঁচগাও পুলিশ ফাঁড়ি এখান থেকে কয়েক কিলোমিটার দূরে হওয়ায় নদীপথে ট্রলারযোগে চোরেরা নিরাপদে চুরি করে নিয়ে যায়। চোরদের দাপটে ভীত হয়ে কেউ থানায় পর্যন্ত কেউ অভিযোগও দিচ্ছেনা। এর আগে নদীতে টহলের ব্যবস্থা ছিল এখন না থাকাতে চুরির ঘটনা ঘটছে বলে জানান এলাকাবাসী। উপজেলার পঞ্চকরণ গ্রামের দিন মজুর বাদলের বাড়ি থেকে গত ২ মে রবিবার রাতে গেটের তালা এবং গোয়ালঘরের শিকল কেটে ৪ টি গাভী চুরি করে নিয়ে যা। চুরি যাওয়া গরুগুলোর দাম প্রায় দুই লাখ টাকা বলে জানা যায়। ৩ কন্যাসহ স্ত্রী লাকিকে নিয়ে দিন মজুরি আর গরুর দুধ বিক্রি করে তাদের সংসার চলে। বাদলের মতো অনকরই গরু চুরি হয়েছে। তার প্রতিবেশি দুলাল চন্দ্রসহ কয়েকজন জানান, নদীতে টহল না থাকার কারণেই এ ঘটনা ঘটছে। পাঁচগাও ফাঁড়ি ইনচার্জ আনিসুর রহমান লোকমুখে শুনে ঘটনাস্থল পরিদর্শন করেন, তবে কোন অভিযোগ পাননি বলে জানান। ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মজুমদার চুরির কথা স্বীকার করে জানান, নদীতে টহল না থাকার কারণেই এটা হচ্ছে।