ঝিকরগাছায় সড়কে উচ্ছেদ অভিযান

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের ঝিকরগাছায় সড়ক ও জনপদের (সওজ)পক্ষ থেকে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। নদীর মধ্যে নতুন করে নির্মাণাধীন ব্রিজ এলাকায় জমি অধিগ্রহণের পরও যারা দখলে রেখেছিল তাদের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করা হয়েছে। উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন (উপ-সচিব) নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সওজের গোপালগঞ্জ ও বরিশাল জোনের (অ.দা.) এস্টেট ও আইন কর্মকর্তা অনিন্দিতা রায়। গতকাল মঙ্গলবার সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত উচ্ছেদ অভিযান চলে। এসময় বেশ কয়েকটি মার্কেট ও দোকান ভেঙে দেওয়া হয়। এর মধ্যে উলে¬খযোগ্য হলো ৪তলা বিশিষ্ট আমেরিকা মার্কেট, জাহাঙ্গীর মার্কেট, মৃত্যুঞ্জয় মার্কেট, জননী মার্কেট, আফসারউদ্দিন মার্কেট ও শহিদুল মার্কেটের বেশ কিছু দোকান ও ব্যবসায় প্রতিষ্ঠান। এছাড়া কিছু ব্যবসায়ী এক সপ্তাহের সময় নিয়ে নিজ নিজ দায়িত্বে তাদের নির্মাণাধীন অবৈধ স্থাপনা উচ্ছেদ করার প্রতিশ্রতি দেয়ায় তাদেরকে সময় দেয়া হয়েছে।
উল্লেখ্য, যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা বাজারস্থ কপোতাক্ষ নদের উপর ব্রিজ নির্মাণের জন্য প্রায় দু’বছর আগে থেকে দু’পাশের জমি অধিগ্রহণ করা হয়। জমি মালিকদের টাকা পরিশোধ হওয়ার পর বারবার নিজনিজ দায়িত্বে স্থাপনা উচ্ছেদের কথা বলা হলেও অনেকেই তা করেননি। বরং কেউ কেউ ১০ থেকে ১৫ ফুট সরকারি জায়গা দখল করে আবার নতুন স্থাপনা তৈরি করেছে। এ বিষয় বারবার মাইকিং করেও অবৈধ স্থাপনা না সরানোর কারণে গতকাল এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানা গেছে। উচ্ছেদ অভিযানের সময় উপস্থিত ছিলেন সওজের (নি. প্রা.) প্রকল্প ব্যবস্থাপক (পশ্চিম) মো. আশরাফুজ্জামান, প্রকল্প উপ-ব্যবস্থাপক সৈয়দ গিয়াস উদ্দিন, ঝিকরগাছা উপজেলা সহকারী কশিশনার (ভূমি) ড. কাজী নাজিব হাসান, ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ মো. আব্দুর রাজ্জাক।