ইনকিলাবে মাহদী মিশনের ঈদ সামগ্রী বিতরণ

0

স্টাফ রিপোর্টার ॥ ইনকিলাবে মাহদীমিশন যশোরের পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।সংগঠনের নিজস্ব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ইনকিলাবে মাহদী মিশনের পরিচালক ও দানবীর হাজী মোহাম্মদ মহসিন ইমাম বাড়ি কার্যকরী পরিষদের সেক্রেটারি মো. সিরাজুল ইসলাম, সভাপতি এহতেশাম-উল-আলম প্রতীক, উপদেষ্টা আতাউর হুসাইন, মুড়লি ইমাম বাড়ি পেশা ইমাম ইকবাল হুসাইনসহ ইনকিলাবে মাহদী মিশনের সদস্যবৃন্দ। সংগঠনের ৮টি উপজেলার প্রতিনিধিদের মাধ্যমে তিন শতাধিক পরিবারের মাঝে এই ঈদে সামগ্রী বিতরণ করা হয়।