৩ দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবর পরিবহন শ্রমিকদের স্মারকলিপি প্রদান

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নে ১২ হাজার শ্রমিক সদস্য আছে। শ্রমিকরা যাত্রী পরিবহনে কর্মরত ছিল। করোনা ভাইরাস (কোভিড-১৯) বর্তমান ভয়াবহ আকার ধারণ করায় সরকারি ঘোষণা অনুযায়ী গত ৫ এপ্রিল গণপরিবহন বন্ধ থাকায় শ্রমিকরা পরিবার-পরিজন নিয়ে অনাহারে অর্ধাহারে মানবেতর জীবন যাপন করছে। এ কারণে শ্রমিকদের জীবন রক্ষার জন্য তাদের কর্মে নিয়োজিত করার লক্ষ্যে ৩ দফা দাবি জানানো হয়।
দাবিগুলো হচ্ছে, স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন চলাচলের ব্যবস্থা, সড়ক পরিবহন শ্রমিকদের আর্থিক অনুদান ও খাদ্য সহায়তা প্রদান ও টারমিনালগুলোতে শ্রমিকদের জন্য ১০ টাকা কেজি দরে ওএমএস-এর চাউল বিক্রির ব্যবস্থা।
স্মারকলিপিতে সাক্ষর করেছেন ইউনিয়নের সভাপতি আজিজুল আলম মিন্টু ও সাধারণ সম্পাদক সেলিম রেজা মিঠু।