হাসপাতাল বেডে রোগীকে অজ্ঞান করে টাকা ও মোবাইল নিয়ে হাওয়া নারী প্রতারক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীকে জুস খাইয়ে অজ্ঞান করার পর তার কাছ থেকে নগদ টাকা ও মাবাইল ফোন লুট করে নিয়ে গেছে এক নারী। গত সোমবার দুপুরে হাসপাতালের পুরুষ পেয়িং বেডে এ ঘটনা ঘটে।
হাসপাতাল সূত্র জানিয়েছেন, আলী আজম ওরফে খোকন (৪৫) নামে ওই ব্যক্তি গলার সমস্যা নিয়ে ২ মে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি হন। তিনি ইএনটি বিভাগের চিকিৎসক শাহিন রেজার অধীনে চিকিৎসা নিচ্ছেন। হাসপাতালের ৪র্থ তলায় পুরুষ পেয়িং ১ নং বেডে। বুধবার তার অপারেশন করা হবে। রোগী আলী আজম খোকন একজন কৃষক। তিনি জানিয়েছেন, গত ২ মে হাসপাতালে ভর্তি হওয়ার পর তার স্ত্রী জেসমিন বিকেলে শহরের পালবাড়ী মোড় থেকে থ্রি হুইলারযোগে বাড়ি ফিরে যাচ্ছিলেন। ওই সময় ছদ্মবেশী প্রতারক এক নারী একই বাহনে ওঠে। ওই মহিলা থ্রি-হুইলারের ভেতর জেসমিনের সাথে ধর্ম বোন বলে সম্পর্ক গড়ে তোলে এবং নিজেকে যশোর ২৫০ শয্যা হাসপতালের কর্মচারী পরিচয় দেয়। খোকনের চিকিৎসার কাজে সহযোগিতা করার আশ্বাস দিয়ে ওই নারী গত সোমবার একটি ছোট ছেলে সঙ্গে এনে রোগী খোকনকে দেখতে যায়। এ সময় সে দু’টি জুসের বোতল সঙ্গে নিয়ে যায়। একটি ছেলেকে খাওয়ায়। অপরটি খোকনকে বেডে বসে খাইয়ে দেয়। জুস খেয়ে ছোট ছেলেটি অজ্ঞান না হলেও খোকন বেডের উপর অজ্ঞান হয়ে পড়ে। তখন ওই নারী তার কাছ থেকে নগদ ৫ হাজার টাকা ও মূল্যবান একটি মোবাইল ফোন নিয়ে যায়। টাকা ও মোবাইল ফোন দেয়ার আগে রোগীর স্ত্রী জেসমিনকে ওয়ার্ডের দরজার সামনে অপেক্ষা করতে বলে। তার কথা শুনে জেসমিন দরজার সামনে ডাক্তারের জন্য অপেক্ষা করতে থাকে। এ সুযোগে প্রতারক নারী কাজ সেরে বের হয়ে যায়।
চিকিৎসক ডা. শাহিন রেজা জানিয়েছেন, ঘটনাটি সত্য। রোগী ও তার স্ত্রী সরলমনা। তাই প্রতারকের খপ্পরে পড়েছে।