বিয়ে অস্বীকার করায় কিশোরীর আত্মহত্যা

0

স্টাফ রিপোর্টার ॥ ভালোবেসে প্রতারিত হয়ে কিশোরী খুশি (১৩) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। রবিবার গভীর রাতে নিজ ঘরের ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে সে গলায় ফাঁস দেয়। সোমবার ভোরে পরিবারের লোকজন তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
খুশি যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের চান্দুটিয়া গ্রামের ইকরামুল ওরফে ইকরাম সরদারের মেয়ে। স্থানীয়রা বলছেন, জীবন দিয়ে ভালোবাসার প্রমাণ দিয়ে গেলো খুশি। তার মৃত্যুর জন্য পরিবারের লোকজন একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে রকিকে দায়ী করেছেন। তাদের দাবি, বিয়ে করতে অস্বীকৃতি করার কারণে খুশি আত্মহত্যার পথ বেছে নেয়।
জানা গেছে, খুশি চান্দুটিয়া এমআই দাখিল মাদ্রাসার ৭ম শ্রেণিতে লেখাপড়া করতো। ৬ মাস ধরে রকির সাথে তার প্রেমের সম্পর্ক ছিলো। বিভিন্ন জায়গার তাদের একান্তে কথা বলতেও দেখেছে প্রতিবেশীরা। মোবাইল ফোনেও কথা বলতো তারা। রবিবার বিকেলে তারা চান্দুটিয়ার পশ্চিম মাঠে দেখা করে। এরপর থেকে মন খারাপ ছিলো খুশির। ইকরাম সরদার জানান, ঘটনার রাতে আমার স্ত্রী ও মেয়ে এক ঘরে ঘুমিয়েছিলো। গভীর রাতে আমি শারীরিকভাবে অসুস্থ হওয়ার কারণে স্ত্রী আমার কাছে আসে। এরপর ভোরে দেখতে পাই খুশি ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছে। আমার মেয়ের মৃত্যুর জন্য রকি দায়ী। রকিকে ভালোবাসার কারণেই আমার মেয়ে অকালে না ফেরার দেশে চলে গেলো। এই ঘটনায় তিনি থানায় মামলা করবেন বলে জানিয়েছেন। খুশির স্বজনরা জানিয়েছেন, রবিবার রাত ১ টার পর খুশি মোবাইল ফোনে রকির সাথে কথা বলেছে। সেটি ছিলো তার মোবাইল ফোনের শেষ কল। কথা বলার পরেই সে আত্মহত্যা করেছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে রকির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি করেছেন বাবা।
এলাকাবাসী জানিয়েছেন, সোমবার সকাল থেকেই রকি গা ঢাকা দিয়েছে। এই বিষয়ে সাজিয়ালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সুকুমার কুন্ডু জানান, রকি নামে এক ছেলের সাথে খুশির সম্পর্ক ছিলো বলে জানতে পেরেছি। বিয়ে করতে অস্বীকার করায় সে আত্মহত্যা করেছে বলে দাবি করা হচ্ছে। ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। লাশের ময়নাতদন্ত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে সম্পন্ন হয়েছে।