উপশহরে মুদি দোকানি বাবু হত্যা মামলায় আটক লিমনের রিমান্ড মঞ্জুর

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর উপশহর বিসিকে মুদি দোকানি কামাল হোসেন বাবু হত্যা মামলায় আটক বাদশা হানিফ ওরফে লিমনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার শুনানি শেষে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সাইফুদ্দীন হোসাইন তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের এসআই জিয়াউর রহমান আদালতে তার ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়েছিলেন। বাদশা হানিফ ওরফে লিমন শহরতলীর শেখহাটি জামরুলতলার আব্দুল আলিমের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, কামাল হোসেন বাবু শহরতলীর তরফ নওয়াপাড়ার বাসিন্দা। তিনি উপশহর বিসিক এলকার মোল্লা স-মিলের পাশে মুদি ব্যবসা করতেন। রাতে তিনি দোকানের ভেতরই ঘুমাতেন। ২০১৮ সালের ১৫ নভেম্বর রাতে তিনি নিজ দোকানে ঘুমিয়ে ছিলেন। পরদিন ১৬ নভেম্বর সকালে পাশের দোকানদার এসে দেখেন, কামাল হোসেন বাবুর দোকানের শার্টার খোলা। ভেতরে তাকে হাত ও মুখ টেপ দিয়ে ও বিছাানার চাদর দিয়ে পা বাঁধা মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এ ব্যাপারে নিহতের স্ত্রী রুমা খাতুন অজ্ঞাতনামাদের আসামি করে কোতয়ালি থানায় মামলা করেন। এই মামলার তদন্ত কর্মকর্তা হত্যার সাথে জড়িত সন্দেহে বাদশা হানিফ ওরফে লিমনকে আটক করেন। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৭ দিনের রিমান্ডের আবেদন জানানো হলে বিচারক তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন।