মোল্লাহাটে আসাদ হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

0

বাগেরহাট সংবাদদাতা ॥ বাগেরহাটের মোল্লাহাটে আসাদ শেখ হত্যা মামলার আসামিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার সকালে মোল্লাহাট উপজেলার শাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে স্থানীয়রা এই মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তব্য দেন চুনখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন, আসাদ শেখের ভাতিজা ইউপি সদস্য মামুন শেখ, স্থানীয় মনির মুন্সি, হত্যা মামলার বাদী মমতাজ বেগম প্রমুখ। বক্তারা বলেন, ১ এপ্রিল কিবরিয়া শরীফ, মিকাইল চৌধুরীসহ সন্ত্রাসীরা হামালা করে আসাদ শেখকে কুপিয়ে হত্যা করে। হত্যাকান্ডের একমাস পার হলেও মাত্র একজন আসামি গ্রেফতার হয়েছে। অন্য আসামিরা এলাকায় ঘুরে বেড়াচ্ছে। হত্যা মামলার আসামিদের গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা। ১ এপ্রিল মোল্লাহাট উপজেলার চুনখোলা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সদস্য প্রার্থী মামুন শেখ ও কিবরিয়া শরীফের সমর্থকদের মধ্যে সংঘর্ষে মামুন শেখের চাচা শাসন গ্রামের আসাদ শেখ নিহত হন। এ ঘটনায় নিহতের মেয়ে মমতাজ বেগম ৮৭ জনের নাম উল্লেখ করে মোল্লাহাট থানায় মামলা দায়ের করেন।