সন্ত্রাসী হামলায় আহত ছাত্রদল নেতা রুবেলের পাশে অনিন্দ্য ইসলাম অমিত

0

স্টাফ রিপোর্টার ॥ সন্ত্রাসী হামলায় আহত যশোর সরকারি এমএম কলেজ ছাত্রদলের সদস্য সচিব নূর ইসলাম রুবেলের খোঁজ নিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। গতকাল রোববার তিনি আহত ছাত্রদল নেতার খোঁজ নিতে তার বাসভবনে যান। এ সময় অনিন্দ্য ইসলাম অমিত নূর ইসলাম রুবেলের শয্যা পাশে দীর্ঘ সময় বসে তার শারীরিক ও চিকিৎসার খোঁজ খবর নেন। তার সাথে ছিলেন- জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, নগর বিএনপির ৫ নম্বর ওয়ার্ড সভাপতি শাহজাহান বাবু, সাবেক ছাত্রদল নেতা খন্দকার আজিজুর রহিম শিশির, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক নাজমুল হোসেন বাবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ ইমরান প্রমুখ।