গণপরিবহণ চালুসহ ৩ দফা দাবিতে পরিবহণ শ্রমিকদের বিক্ষোভ

0

স্টাফ রিপোর্টার ॥ গণপরিবহন চালুসহ তিন দফা দাবিতে যশোরে বিক্ষোভ সমাবেশ করেছে পরিবহন শ্রমিকরা। গতকাল রোববার পৃথক পৃথকভাবে শহরের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, প্রায় এক মাস ধরে বন্ধ রয়েছে গণপরিবহণ। এ অবস্থায় কর্মহীন হয়েপড়া দিন আনা দিন খাওয়া এসব শ্রমজীবী মানুষের হাড়ি শিকেয় উঠেছে। এ অবস্থা চলতে থাকলে করোনার কারণে না বরং না খেয়ে মারা যাবে পরিবহন শ্রমিকরা। যেখানে আজকে স্বাস্থ্যবিধি মেনে সবকিছু আগের মতই স্বাভাবিক হয়ে গেছে, সেখানে শুধুমাত্র গণপরিবহন বন্ধ থাকবে কেন ? তারা নিত্যদিনের আয়ে কোন রকম পরিবার-পরিজন নিয়ে বেঁচে থাকেন। অথচ, আজ প্রায় এক মাস ধরে কর্মহীন। তাদেরকে দেয়া হচ্ছে না কোন প্রকার সাহায্য-সহযোগিতা। এ অবস্থায় নেতৃবৃন্দ সরকারের কাছে তিন দফা দাবি জানান। দাবিগুলো হচ্ছে, স্বাস্থ্যবিধি মেনে ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধি করে গণপরিবহন চালু করা বিভিন্ন টার্মিনালে রেশনিং ব্যবস্থার মাধ্যমে শ্রমিকদের জন্য ১০ টাকা কেজি দরে চাল প্রাপ্তি নিশ্চিত করা এবং প্রধানমন্ত্রী ঘোষিত শ্রমিকদের নগদ অর্থ প্রদান নিশ্চিত করা।


মণিহার চত্বরে যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের আয়োজনে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সংগঠনের সভাপতি আজিজুল আলম মিন্টুর সভাপতিত্বে বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক সেলিম রেজা মিঠু, সাংগঠনিক সম্পাদক হারুনার রশিদ ফুলু প্রমুখ। চাঁচড়া চেকপোস্ট মোড়ে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের আয়োজনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সংগঠনের সভাপতি বিশ্বনাথ ঘোষ বিষুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, সহসম্পাদক ওহিদুল ইসলাম, সহসভাপতি শহিদুর রহমান সবুজ ও প্রচার সম্পাদক আজিজুল ইসলাম সেলিম প্রমুখ।