যশোরে যুব ও ছাত্রদল নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলা দায়েরে কেন্দ্রীয় যুবদলসহ বিভিন্ন সংগঠনের নিন্দা

0

স্টাফ রিপোর্টার ॥ ষড়যন্ত্রমূলকভাবে যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনছারুল হক রানা, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, সহ-সাধারণ সম্পাদক আনোয়ার পারভেজ, আব্দুর রাজ্জাকের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার তীব্র নিন্দা করেছেন এবং অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
এছাড়াও যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দের নামে দায়েরকৃত মিথ্যা ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং ছাত্রদল নেতা নূর ইসলাম রুবেলের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন জেলা মৎস্যজীবীদলের আহ্বায়ক ইসমাইল হোসেন টেনিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, হাসানুজ্জামান বাবলু, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম, সদস্য সচিব রাজু আহমেদ, যুগ্ম আহ্বায়ক জিএম সামাদ, পারভেজ হোসেন, তোফাজ্জেল হোসেন, মোশারেফ হোসেন, মো. হাসান আল তারেক সবুজ, আবু মুছা সুমন, আব্দুস সালাম, আনিছুর রহমান, সোহরাব হোসেন প্রমুখ। নগর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক, মোস্তফা তরফদার রয়েল, সদস্য সচিব সাইফুল বাসার সুজন, যুগ্ম আহ্বায়ক ইকরামুল কবির সুমন, ইমদাদুল হক ইমদাদ, ইমরান হাসান বনি, মাসুদুর রহমান মিলন, সোয়েবুজ্জামান সোয়েব, সাব্বির আহম্মেদ খান, আশরাফুল ইসলাম সবুজ প্রমুখ। অনুরূপ বিবৃতি দিয়েছেন- মণিরামপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি উপজেলা যুবদল নেতা মোতাহারুল ইসলাম রিয়াদ। এছাড়া ও যশোর পলিটেকনিক কলেজ ছাত্রদল নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।