অবস্থা আমাদের অনুকূলে নেই -পূজা

0

লোকসমাজ ডেস্ক॥ গত কয়েক বছরে ধারাবাহিকভাবে শ্রোতাপ্রিয় গান উপহার দিয়ে আসছেন বাঁধন সরকার পূজা। প্রতি উৎসবেই তিনি হাজির হন বিশেষ গান নিয়ে। অডিওর পাশাপাশি সেই গানে ভিডিওর চমকও থাকে। তবে এবারের ঈদে ব্যতিক্রম ঘটছে তার। করোনা পরিস্থিতি এবং লকডাউনের কারণে এবারের ঈদে নতুন গান প্রকাশ করছেন না তিনি। বরংচ বাসাতেই থাকছেন সাবধানে। এবার গান প্রকাশ হচ্ছে না। খারাপ লাগা কাজ করছে? পূজা উত্তরে বলেন, খারাপ তো কিছুটা লাগছেই।
তবে এটা মেনে নিতে হবে। ইচ্ছে করলেই আসলে গান প্রকাশ করতে পারতাম। আমার বেশ কিছু গান তৈরি হয়ে আছে। কিন্তু অবস্থা আমাদের অনুকূলে নেই। যেখানে মানুষ এই করোনা পরিস্থিতিতে জীবন ও জীবিকা নিয়ে দ্বিধায় আছে, সেখানে নতুন গান প্রকাশ করাটা এখন আমার কাছে ঠিক মনে হয়নি। এটা আমার একদমই ব্যক্তিগত মতামত। তাহলে কবে নাগাদ ইচ্ছে আছে গান প্রকাশের? পূজা বলেন, পরিস্থিতি ঠিক হোক। লকডাউন চলছে। কিন্তু আক্রান্ত ও মৃত্যু কিন্তু থেমে নেই। পাশের দেশ ভারতের অবস্থা দেখে তো খুবই খারাপ লাগছে। দোয়া করছি সৃষ্টিকর্তা যেন সব ঠিক করে দেন, আমরাও স্বাভাবিক অবস্থায় ফিরতে পারি। অবস্থাটা একটু ভালো হলেই গান প্রকাশ করবো। কি গান আসবে সামনে? এ গায়িকা বলেন, বেশ কিছু গান করা আছে। এরমধ্যে আসিফ আকবর ভাই ও ইমরানের সাথে দ্বৈত গান করা আছে। একক গানও করা আছে। এগুলো সামনে আসবে। আরো কিছু গানে কন্ঠ দেয়ার কথা রয়েছে। পরিস্থিতি ঠিক হলেই কণ্ঠ দেবো। চলচ্চিত্রে গাওয়া হচ্ছে? পূজা বলেন, হ্যাঁ। সবশেষ সৈকত নাসির পরিচালিত একটি ছবিতে গেয়েছি। তার আগে দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘তুমি আছ তুমি নেই’ ছবিতে গেয়েছি। আরো গান করার কথা রয়েছে। ব্যাটে বলে মিললে করবো। সংগীত ইন্ডাস্ট্রির অবস্থা কেমন মনে হচ্ছে এখন? পূজা বলেন, একদমই ভালো না। করোনা সব এলোমেলো করে দিয়েছে। গত বছর করোনার শুরুতে কয়েক মাস গান বন্ধ ছিলো। স্টেজ বন্ধ ছিলো। তবে তারপর ধীরে ধীরে ঠিক হচ্ছিলো সব। স্টেজ শো শুরু হয়েছিলো। কিন্তু করোনার দ্বিতীয় ঢেউয়ে সব বন্ধ হয়ে গেছে আবার। শিল্পী- মিউজিশিয়ানরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। দ্রুত করোনা পরিস্থিতি ঠিক না হলে আরো বড় ক্ষতি হয়ে যাবে।