অভয়নগরে আল-মামুন আকুঞ্জিহত্যায় দুজনের বিরুদ্ধে চার্জশিট

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের অভয়নগর উপজেলার শুভরাড়া গ্রামের আল মামুন আকুঞ্জি হত্যা মামলায় চরমপন্থি রিপন ফকিরসহ দুজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ। অভিযুক্ত রিপর ফকির শুভরাড়া গ্রামের মৃত গফুর ফকিরের ছেলে। অপর অভিযুক্তের নাম বিল্লাল নিকারী। তিনি একই গ্রামের নিকারীপাড়ার সুবিদ নিকারীর ছেলে।
মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, চরমপন্থি রিপন ফকিরের সাথে শুভরাড়া গ্রামের মিঠু আকুঞ্জির ছেলে আল-মামুন আকুঞ্জির চাচি বেবি বেগমের পরকীয়া ও অনৈতিক সম্পর্ক ছিলো। এ নিয়ে দ্বন্দ্বের জেরে ২০২০ সালের ১৭ অক্টোবর চরমপন্থি রিপন ফকির দলবল নিয়ে বেবি বেগমের ছেলে মাসুম আকুঞ্জিকে হত্যার উদ্দেশ্যে গুলি করেন। কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়ে গুলি আল-মামুন আকুঞ্জির শরীরে লাগে। গুলিবিদ্ধ আল-মামুন আকুঞ্জিকে গুরুতর আহত অবস্থায় প্রথমে ফুলতলা পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের স্ত্রী রাবেয়া বেগম অভয়নগর থানায় একটি হত্যা মামলা করেন। এ মামলার তদন্ত শেষে উল্লিখিতদের বিরুদ্ধে হত্যাকা-ে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় তাদেরকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। চার্জশিটে অভিযুক্ত বিল্লাল নিকারীকে পলাতক দেখানো হয়েছে।