যশোরে করোনায় ডা. আবদুল ওহাবের মৃত্যু : আক্রান্ত আরো ৬২ জন

0

বিএম আসাদ॥ যশোর বক্ষব্যাধি হাসপাতালের সাবেক কনসালটেন্ট ডা. আব্দুল ওহাব করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। এদিকে, যশোরে আরও ৬২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। যশোর সিভিল সার্জন অফিসের এমওসিএস ডা. রেহনেওয়াজ জানিয়েছেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হতে দু’দফায় ২শ ৭৩টি নমুনা পরীক্ষার রিপোর্ট আসে। আরটিপিসিআর ল্যাব এ নমুনা পরীক্ষায় ৪৭ জন এবং খুলনা মেডিকেল কলেজ হতে ৬টি নমুনা পরীক্ষায় ২ জন মিলে ৪৯ জন আক্রান্ত হয়েছেন। যশোর ২৫০ শয্যা হাসপাতালসহ জেলায় র‌্যাপিড অ্যান্টিজেনে দু’দিনে ৮০ জন আক্রান্ত হয়েছেন। আরটিপিসিআর ল্যাব ও অ্যান্টিজেন পরীক্ষায় মোট ৬২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় সর্বমোট আক্রান্ত ৬ হাজার ২শ ৭৯ জন। আক্রান্তদের মধ্যে যশোর বক্ষব্যাধি হাসপাতালের সাবেক কনসালটেন্ট ডা. আব্দুল ওহাব মৃত্যুবরণ করেছেন। করোনায় আক্রান্ত হলে তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর হতে ঢাকায় স্থানান্তর করা হয়। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে যশোরে ৮৪ জনের মৃত্যু হলো। হাসপাতালের করোনা ওয়ার্ডে ৩২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। আইসোলেশনে রয়েছেন ৭শ ৬০ জন। সুস্থতা লাভ করেছেন ৫ হাজার ৪শ ৭জন। করোনা থেকে সুরক্ষার জন্য যারা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছিলেন। তাদের ভেতর গতকাল ৩ হাজার ২শ ৮ জন দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। মোট দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ৫৭ হাজার ৮শ ৬২ ডোজ।
এদিকে, ডা. আব্দুল ওহাব তরফদারের মৃত্যুতে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) যশোর জেলা শাখার নেতৃবৃন্দ গভীর শোক জ্ঞাপন করেছেন। এক শোকবার্তায় সংগঠনের নেতা ডা. এসএম আবু আহসান লাল্টু, ডা. এমদাদুল হক ও ডা. মো. মোজাম্মেল হোসেন মরহুমের আত্মার শান্তি কামনা করে সমবেদনা জ্ঞাপন করেন।