বিএনপি নেতা সবুর মন্ডলের ভাই রাজ্জাক মন্ডলের ইন্তিকাল

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুস সবুর মন্ডলের সেঝ ভাই আব্দুর রাজ্জাক মন্ডল মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টায় তিনি চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। আব্দুর রাজ্জাক মন্ডল এক ভাই, চার ছেলে দুই মেয়ে, নাতি নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার স্বজনরা জানান, তিনি বেশকিছু দিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। হাসপাতাল থেকে তার মরদেহ নিয়ে যাওয়া হয় শহরের নতুন খয়েরতলা তেঁতুলতলা মোড়স্থ নিজ বাসভবনে। আব্দুর রাজ্জাক মন্ডলের মৃত্যুর সংবাদ শুনে ঢাকা থেকে মোবাইল ফোনে তার স্বজনদের খোঁজ খবর নেন এবং সান্ত্বনা দেন বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। বাদআছর খয়েরতলা কবরস্থান মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে খয়েরতলা কবর স্থানে দাফন করা হয়। এদিকে, আব্দুর রাজ্জাক মন্ডলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় পাশাপাশি শোকাহত স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। অনুরূপ শোক জানিয়েছেন, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম, সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন।