৫ বছরের জমানো টাকায় সাইকেল না কিনে মানুষের পাশে দাঁড়ালো শিক্ষার্থী সাদমান

0

স্টাফ রিপোর্টার ॥ স্কুলের টিফিনের টাকা এবং ঈদে আত্মীয়-স্বজনের দেয়া বখশিসের টাকা জমিয়ে করোনাকালে মানুষের পাশে দাঁড়ালো যশোরের ক্ষুদে শিক্ষার্থী সাদমান বিশ্বাস। দীর্ঘ ৫ বছরের জমানো টাকা দিয়ে সাইকেল না কিনে এই শিক্ষার্থী মানুষের পাশে দাড়িয়ে অনুপ্রেরণার কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছে। ক্ষুদে মানবসেবক সাদমান বিশ্বাস সেক্রেডহার্ট মাধ্যমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির শিক্ষার্থী। যশোর সরকারি মহিলা কলেজ গেটসংলগ্ন শাহিনুর রহমান ও সিমু পারভিন, দম্পত্তির ১০ বছর বয়সের একমাত্র সন্তান সাদমান বিশ্বাস। করোনার প্রথম ঢেউয়ে সে গরিব অসহায় মানুষকে তার জমানো টাকা দিয়ে চাল, ডালসহ নিত্য প্রয়োজনীয়দ্রব্য কিনে দেয়। এরপর দ্বিতীয় ঢেউ শুরুর পর করোনা প্রতিরোধে সম্মুখযোদ্ধাদের জন্য মাস্ক বিতরণ করে। ইতিপূর্বে জেলা প্রশাসক পুলিশ সুপারসহ বিভিন্ন দপ্তরে সে মাস্ক প্রদান করেছে। গতকাল বুধবার যশোরের বিভিন্ন পত্রিকা অফিসে গিয়ে গণমাধ্যমকর্মীদের মাস্ক প্রদান করে। শিশু সাদমান বিশ্বাস জানিয়েছে, জমানো টাকা দিয়ে তার ইচ্ছে ছিল, একটি সাইকেল কেনার। সেই সাধ পূর্ণ হয়েছে মানুষের পাশে দাঁড়ানোর মধ্যে দিয়ে। তার প্রত্যাশা সমাজের বিত্তবানরা নিজ নিজ অবস্থান থেকে করোনা মহামারির সময়ে দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়াক। ক্ষুদে এই মানবসেবক করোনাকালে সকলকে স্বাস্থ্য বিধিমেনে চলার আহ্বান জানিয়েছে।