যশোরে ট্রাকের নিচে চাপা পড়ে ব্যবসায়ী নিহত

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরতলীর আরবপুরে ইট বোঝাই ট্রাকের চাপায় কামাল উদ্দিন খান (২২) নামে এক ব্যবসায়ী ঘটনাস্থলে নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ চালকসহ ঘাতক ট্রাকটি আটক করেছে। গতকাল সকাল ৯টার দিকে দোকানে যাওয়ার পথে পেছন থেকে ট্রাকটি তাকে চাপা দেয়। কামাল উদ্দিন যশোর বিমানবন্দর মার্কেটের মুদি দোকান কামাল স্টোরের মালিক। কোতয়ালি থানার এসআই মো. একরামুল হুদা ও আরবপুর ইউনিয়ন পরিষদের মেম্বর আলতাফ হোসেন জানিয়েছেন, ব্যবসায়ী কামাল উদ্দিন যশোর শহর থেকে মালামাল কিনে কাল সকাল ৯টার দিকে বাইসাইকেলযোগে দোকানে যাচ্ছিলেন। পথের মাঝে আরবপুর মোড় পার হয়ে রেললাইনের কাছে দোকানের সামনে পৌঁছালে পেছন থেকে আসা একটি ইট বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-৭৬০৫) পেছন থেকে কামাল উদ্দিন খানকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলে নিহত হন। পরে আরবপুর মোড়ে কর্তব্যরত ট্রাফিক পুলিশ এবং স্থানীয় লোকজন ঘাতক ট্রাকসহ চালক মোস্তাকিন বিল্লাহকে আটক করেন। নিহত কামাল উদ্দিনের বর্তমান বাড়ি যশোর সদর উপজেলার ভেকুটিয়া গ্রামে। তার আদি বাড়ি বাগেরহাটের মোল্যারহাট উপজেলার চরকা বাস্তাইল গ্রামে। পুলিশ তার লাশ উদ্ধার করার পর ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠায়। ময়না তদন্ত শেষে স্বজনরা লাশ নিয়ে গেছে।